‘স্বল্প ভোজন সুস্থ জীবন’ এবং ‘যৌনব্যাধি ও যৌন সমস্যা’ গ্রন্থদ্বয়ের লেখক ডা. মোঃ আবদুল্লাহ্ আল-আমিন-এর জন্ম গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মুদিপাড়া গ্রামে, ২ মার্চ, ১৯৫২ সনে। মেধাবী ছাত্রজীবনের অধিকারী ডাঃ আমিন ১৯৭৫ সনের (ব্যাচ ক-২৯) ঢাকা মেডিকেল কলেজ, ঢাকার ¯œাতক। প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষে তিনি সরকারী চাকুরীতে যোগদান করেন। টাঙ্গাইলের কালিহাতী থানা স্বাস্থ্য প্রকল্পের মেডিকেল অফিসার হিসেবে তাঁর চাকুরী জীবনের শুরু। ১৯৮৩ সনে ইনষ্টিটিউট অব পোষ্ট গ্রাজুয়েট মেডিসিন এন্ড রিসার্চ, ঢাকা হতে তিনি চর্মরোগ ও যৌনব্যাধি বিষয়ে ডিপ্লোমা নেন। ১৯৮৯ সনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডঐঙ) ফেলোশীপ ও প্যান আমেরিকান হেলথ অরগানাইজেশনের (চঅঐঙ) ব্যবস্থাপনায় তিনি যৌনব্যাধি ও এইডস্ বিষয়ের (ঝঞউং ্ অওউঝ ) উপর আমেরিকার আলাবামা বিশ্ববিদ্যালয়, ওহিও বিশ্ববিদ্যালয় ও ইউনির্ভাসিটি অব সাউদার্ন ক্যালির্ফোনিয়ায় উচ্চতর শিক্ষা গ্রহণ করেন।
কর্মজীবনে তিনি ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা; স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, ঢাকা; ইনষ্টিটিউট অব পোষ্ট গ্রাজুয়েট মেডিসিন এন্ড রিসার্চ, ঢাকায় বিভিন্ন পদে চাকুরী করেছেন। তাঁর রচিত পঁচিশটিরও অধিক গবেষণামূলক বৈজ্ঞানিক প্রবন্ধ দেশের বিভিন্ন মেডিকেল জার্নালে প্রকাশিত হয়েছে । বিজ্ঞানের জটিল ও কঠিন বিষয়কে সহজ ও আকর্ষণীয় করে লেখায় তিনি সিদ্ধহস্ত। দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও সাময়িকীতে তিনি নিয়মিত লিখে থাকেন। তাঁর রচিত গ্রন্থদ্বয় সুধী মহলে ব্যাপক সমাদৃত হয়েছে।
ব্যক্তিগত জীবনে তিনি স্বল্পভাষী, অমায়িক ও বন্ধুবৎসল। সুখী দাম্পত্য জীবনের অধিকারী ডা. আমিন তিন কন্যা ও এক পুত্র সন্তানের জনক। তিনি রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহীর চর্মরোগ ও যৌনব্যাধি বিভাগের প্রাক্তন অধ্যাপক ও বিভাগীয় প্রধান।
অবসর জীবনে পেশাগত পরামর্শ দান ছাড়াও মানব সেবা ও শিক্ষার উন্নয়নকল্পে তিনি সম্পূণ্য ব্যক্তিগত উদ্যোগে ‘ডা. আবদুল্লাহ আল আমিন ফাউন্ডেশন’ গড়ে তুলেছেন। উক্ত ফাউন্ডেশনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক ও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ন মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান, শ্রেষ্ঠ শিক্ষকদের সন্মাননা প্রদান করে আসছেন । তাছাড়াও উক্ত ফাউন্ডেশনের মাধ্যমে শীতার্তদের বস্ত্র দান, বিভিন্ন মসজিদ ও মাদরাসায় প্রয়োজনীয় অনুদান প্রদান করছেন। মাধ্যমিক প্রর্যায়ে বিভিন্ন স্কুলের লাইব্রেরীর উন্নয়ন ও পুস্তক প্রদান উক্ত ফাউন্ডেশনের মাধ্যমে সম্পাদিত আরেকটি অন্যতম কাজ। ফাউন্ডেশন নিজস্ব অর্থায়নে স্থানীয় পর্যায়ে মেধাবী ও প্রতিশ্রুতিশীল ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার ব্যবস্থা করে আসছে।
ডা. আবদুল্লাহ আল আমিন ফাউন্ডেশনের কার্যকরী পরিষদ চেয়ার ম্যান,ইউসুফ আবদুল্লাহ আমিন (শিবলী) ভাইস চেয়ারম্যানদ্বয় , মিসেস জয়নব বেগম ও জনাব মোস্তফা কামাল, বি.এস.সি ইন ইনজিনিয়ারীং, এবং সদস্যবৃন্দ মিসেস ফারহানা আক্তার (নিশু)এম.এ, জনাব শফিকুল ইসলাম এম. এ (ফাষ্ট ক্লাস) (ঢা.বি) এম.এস,মিসেস ফারজানা আমিন (নিপু) এম.এ (ফাষ্ট ক্লাস), ডা.আবু শাহীন মুহাম্মদ মাহবুবুর রহমান এফ.সি.পি.এস, এম.আর.সি.পি (ইউ.কে), ডা. রুখসানা আমিন (মিনু) এম.বি.বি.এস (রাজ) নিয়ে গঠিত।
ডা. আমিন লাইব্রেরী (িি.িফৎধসরহষরনৎধৎু.পড়স) ফাউন্ডেশন পরিচালিত একটি অন্যতম কার্যক্রম।