প্রকাশকের কথা
‘আল-কুরাআন’ মানবজাতির হিদায়াতের জন্য আল্লাহ্ তা’আলার পক্ষ থেকে নাযিলকৃত সবশেষ ও সবশ্রেষ্ঠ আসমানী কিতাব। কুরআন মাজীদের পূর্বেও বহু সহীফা ও কিতাব মানুষের হিদায়াতের জন্য নাযিল হয়েছে। যুগে যুগে নবী-রাসূলগণ আল্লাহ্ তালার নাযিলকৃত এ সকল সহীফা ও কিতাবের বাণী পাঠ করে লোকদের শোনাতেন, আল্লাহর পথে তাদেরকে আহ্বান জানাতেন এবং পূত-পবিত্র করতেন।
সবশেষ আল্লাহ তা’আলা মানবজাতির জন্য পরিপূর্ণ বিধানরূপে আল-কুরআন দিয়ে খাতামুন নাবিয়্যিন ও সাইয়্যেদুল মুরসালীন হযরত মুহাম্ম (সা)- কে সমস্ত জগতের পথ প্রদর্শক হিসেবে প্রেরণ করেন।